ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব, প্রশ্ন বর্ষার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২২ জুলাই ২০২৫   আপডেট: ১৮:৩৭, ২২ জুলাই ২০২৫
কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব, প্রশ্ন বর্ষার

বর্ষা

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কুলশিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমেছে। নিহতদের অধিকাংশই শিশু-কিশোর। এই নির্মম ট্র্যাজেডিতে শোবিজ অঙ্গনের অনেকে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।  

চিত্রনায়িকা বর্ষা নিজের সন্তানকে স্কুলে পাঠিয়ে বাসায় ফিরে এমন ভয়ংকর দৃশ্য কল্পনা করেও শিউরে উঠেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, “কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব এখন?” 

আরো পড়ুন:

বর্ষা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “পুরো বিশ্বের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, যেখানে গরম নেই সেখানেই অনেক গরম। আবার ঠান্ডা যেখানে বেশি, সেখানে ঠান্ডা নেই। কিছুদিন পরপর দেখা যাচ্ছে, বিমান দুর্ঘটনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং অনেকে অসুস্থ হচ্ছেন! ওই দুর্ঘটনাগুলো অন্যরকম কিন্তু আমাদের দেশের মানুষের শিশু-বাচ্চাগুলোর যেভাবে মৃত্যু হয়েছে এ অবস্থা মেনে নেওয়া যায় না।” 

মা হিসেবে গভীর উদ্বেগ প্রকাশ করে বর্ষা লিখেছেন, “জানি, মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার সময় কখন শেষ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক থাকতে বলেছেন। একটা মা হয়ে কীভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি বলেন? বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মোবাইলটা খুলে রাখি। আজকেও সকালে স্কুলে দিয়ে আসছি আরিজ আবরারকে। যতক্ষণ পর্যন্ত না বাসায় আসে, ততক্ষণ মায়ের মন কেমন থাকে তা মায়েরাই ভালো জানেন। হে আল্লাহ, আপনি সকল মায়ের মন হালকা করে শান্তি ফিরিয়ে আনুন। আমিন।” 

রাজধানীর মতো জনবহুল এলাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণের ব্যাপারে বর্ষা লিখেছেন, “এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দয়া করে শহরের বাইরে নিয়ে যাবেন, যে এলাকায় কোনো মানুষ নেই শুধু ক্ষেত আর পানি থাকবে। ঢাকা শহরে কীভাবে এ ধরনের প্রশিক্ষণ করা হচ্ছে চিন্তা করা যায়? কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব এখন? যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন? চোখ বন্ধ নয় খোলা রাখুন। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আমিন।”

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়