ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিরঞ্জীবির সঙ্গে রোমান্স করতে কত টাকা নিলেন মৌনি?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ৪ আগস্ট ২০২৫   আপডেট: ০৮:২৬, ৪ আগস্ট ২০২৫
চিরঞ্জীবির সঙ্গে রোমান্স করতে কত টাকা নিলেন মৌনি?

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ মৌনি রায়। বলিউডেও পা রেখেছেন এই অভিনেত্রী। তবে চারটি সিনেমায় আইটেম কন্যা রূপে দেখা গেছে তাকে। ফের একই রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন ৩৯ বছর বয়সি এই অভিনেত্রী। ‘ভীষ্মভারা’ সিনেমার আইটেম গানটিতে ৬৯ বছরের মেগাস্টার চিরঞ্জীবির সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে।

কয়েক দিন আগে আইটেম গানটির শুটিংয়ে অংশ নেন চিরঞ্জীবি ও মৌনি রায়। গানটির কোরিওগ্রাফি করেন গণেষ আচার্য। এ গানের শুটিংয়ের কয়েকটি দৃশ্য প্রকাশ্যে এসেছে। তারপর থেকে চর্চা চলছে। প্রশ্ন উঠেছে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন মৌনি?  
 
গ্রেট অন্ধ্র ডটকমের তথ্য অনুসারে, আইটেম গানটিতে পারফর্ম করার জন্য ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭০ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন মৌনি রায়। বর্তমান সময়ে একটি আইটেম গানে যে পরিমাণ ব্যয় হয়, সে তুলনায় মৌনির এই পারিশ্রমিক খুবই সাশ্রয়ই নির্মাতাদের জন্য। 

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “এ গানে পারফর্মের জন্য নির্মাতারা প্রথমে কারিনা কাপুরকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কারিনা কাপুর খান ৮ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন। সর্বশেষ মৌনি রায়কে দিয়েই কাজ করিয়েছেন নির্মাতারা।”

মাল্লিডি ভাসিস্তা নির্মাণ করছেন ‘ভীষ্মভারা’ সিনেমা। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন তৃষা কৃষ্ণান। ‘স্টালিন’ সিনেমার পর দ্বিতীয়বার চিরঞ্জীবির সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী। তাছাড়াও অভিনয় করছেন—আশিকা, ইশা চাওলা, কুনাল কাপুর, সুরভি প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা দুর্গাপূজায় মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়