ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কিরে, কেমন লাগছে?’, রাজের প্রাক্তন স্ত্রীর পোস্ট ঘিরে তোলপাড়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ৬ আগস্ট ২০২৫   আপডেট: ১০:৫৭, ৬ আগস্ট ২০২৫
‘কিরে, কেমন লাগছে?’, রাজের প্রাক্তন স্ত্রীর পোস্ট ঘিরে তোলপাড়

দেব, শুভশ্রী, শতাব্দী, রাজ

সোমবার (৪ আগস্ট) নজরুল মঞ্চে 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এক মঞ্চে-এক সঙ্গে দেখা দিয়েছেন দেব-শুভশ্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে টলিউডের তুমুল জনপ্রিয় এই জুটির ছবি ও ভিডিও। দীর্ঘদিন সিনেমার প্রচারে দুইজন কাছাকাছি এলেন, এক মঞ্চে দাঁড়ালেন, একজন অন্যজনকে ছুঁয়ে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক জন আরেকজনকে ফলো দিলেন। এরপর সেই জনপ্রিয় সংলাপ, ‘‘আমার বন্ধু হবে?’’

দেব-শুভশ্রীকে একই মঞ্চে দেখতে পেয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই এই জুটির ভক্তদের। উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রীও। রাজকে মনে করিয়ে দিয়েছেন, তার অতীত স্মৃতি। রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র’র পোস্ট ভাইরাল হয়েছে।

আরো পড়ুন:

সেই পোস্টে শতাব্দী লিখেছেন, ‘‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলে তো? হিস্টোরি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো... আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।’

উল্লেখ্য, ২০০৬ সালে প্রথম বিয়ে হয় রাজ-শতাব্দীর। সেই সময় পরিচালনায় সেভাবে সাফল্যের মুখ দেখেননি রাজ। যখন একটু একটু করে সামনের দিকে ক্যারিয়ার এগোচ্ছিলো। আর তখনই বিচ্ছেদ হয় এই জুটির। ২০১১ সালে ঘর ভাঙে তাদের। এরপর রাজের জীবনে আসেন পায়েল, শুভশ্রী, মিমি! আর সবশেষে ২০১৮ সালে শুভশ্রীকে বিয়ে ও এখন তারা দুই সন্তানের মা-বাবা।

সোমবার রাতে নেটিজেনরা যখন দেব-শুভশ্রীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, তখনই আসে শতাব্দী মিত্র’র পোস্ট। একটি কবিতাও লিখেছেন শতাব্দী। তিনি লিখেছেন— ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’

যদিও শতাব্দী কারও নাম উল্লেখ করেননি ওই পোস্টে। তারপরেও নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন। 

সূত্র: জি টুয়েন্টিফোর

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়