ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশি অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মুখ খুললেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:৩৮, ৬ আগস্ট ২০২৫
বাংলাদেশি অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মুখ খুললেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

শান্তা পাল, রাজীব বিশ্বাস

ভারতীয় ভুয়া নথি নিয়ে কলকাতায় অবৈধ বসবাসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পাল। গত ৩০ জুলাই রাতে পার্ক স্ট্রিট থানা পুলিশ (যাদবপুর থানা এলাকা থেকে) তাকে গ্রেপ্তার করে। ফলে দুই বাংলায়ই আলোচনার রয়েছেন এই অভিনেত্রী। 

২০২০ সালের দিকে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির প্রাক্তন স্বামী, পরিচালক রাজীব কুমার বিশ্বাসের বিরুদ্ধে হোটেলে রাত কাটানোর কুপ্রস্তাবের অভিযোগ করেছিলেন শান্তা পাল। পুরোনো ব্যাপারটি নতুন করে আলোচনায় উঠে এসেছে। দীর্ঘদিন পর এ নিয়ে নীরবতা ভাঙলেন রাজীব।   

আরো পড়ুন:

ভারতীয় একটি গণমাধ্যমে রাজীব বিশ্বাস বলেন, “আমিও শুনেছি। শান্তা নামের এক মহিলা বলেছেন, আমি নাকি হোটেলে ডেকেছি। কিন্তু এই ভদ্রমহিলাকে আমি চিনিই না। আমি ২০২২ সালে প্রথম বাংলাদেশে কাজ করতে গিয়েছি। আর ওর দাবি, ২০১৯ (২০২০ হবে) সালে আমি সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলেছি।” 

শান্তা পাল দাবি করেছিলেন, ফেসবুক মেসেঞ্জারে তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন রাজীব। কিন্তু এই নির্মাতার নামে ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। এ নিয়ে আগেও সমস্যা হয়েছিল বলে দাবি করেন এই নির্মাতা। 

এ বিষয়ে রাজীব বিশ্বাস বলেন, “এটা বড় সমস্যা। আমার নামে অনেক ভুয়া প্রোফাইল রয়েছে। যে কারণে অনেকেই ভেবে বসেন আমার সঙ্গে কথা বলছেন। কী করে যে কেউ ভুল ফাঁদে পা দিয়ে ফেলেন সেটাই বুঝতে পারি না।” 

২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী চ্যাটার্জি। এই দম্পতির অভিমন্যু নামে একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৬ সালে ১৩ বছরের সংসার জীবনের ইতি টানেন এই দম্পতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়