ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেলিম আল দীন স্মরণে ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের নাট্যোৎসব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ১৪ আগস্ট ২০২৫   আপডেট: ১৫:০৮, ১৪ আগস্ট ২০২৫
সেলিম আল দীন স্মরণে ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের নাট্যোৎসব

নিমজ্জন নাটকের দৃশ্য, সেলিম আল দীন। ছবি: সংগৃহীত

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে যৌথভাবে চারদিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করছে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার। ১৫ থেকে ১৮ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টায় বেইলী রোডের বাংলাদেশ মহিলা সমিতি মঞ্চে এই উৎসবের নাটক মঞ্চায়ন হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, ১৫, ১৬ ও ১৭ আগস্ট প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘দেয়াল’, যার নির্দেশনা দিয়েছেন অনিক ইসলাম। নাটকটির তিনটি ধারাবাহিক প্রদর্শনী হবে এই তিন দিনে।

আরো পড়ুন:

১৮ আগস্ট, সেলিম আল দীনের জন্মদিনে মঞ্চস্থ হবে বহুল আলোচিত নাটক ‘নিমজ্জন’-এর ৯০তম প্রদর্শনী। এই নাটকের নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।

১৮ আগস্ট সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সদস্যরা।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়