সেলিম আল দীন স্মরণে ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের নাট্যোৎসব
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
নিমজ্জন নাটকের দৃশ্য, সেলিম আল দীন। ছবি: সংগৃহীত
নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে যৌথভাবে চারদিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করছে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার। ১৫ থেকে ১৮ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টায় বেইলী রোডের বাংলাদেশ মহিলা সমিতি মঞ্চে এই উৎসবের নাটক মঞ্চায়ন হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৫, ১৬ ও ১৭ আগস্ট প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘দেয়াল’, যার নির্দেশনা দিয়েছেন অনিক ইসলাম। নাটকটির তিনটি ধারাবাহিক প্রদর্শনী হবে এই তিন দিনে।
১৮ আগস্ট, সেলিম আল দীনের জন্মদিনে মঞ্চস্থ হবে বহুল আলোচিত নাটক ‘নিমজ্জন’-এর ৯০তম প্রদর্শনী। এই নাটকের নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।
১৮ আগস্ট সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সদস্যরা।
ঢাকা/লিপি