ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জায়েদ খানের টক শোতে অতিথি ইমন

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১৪ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:০৩, ১৪ আগস্ট ২০২৫
জায়েদ খানের টক শোতে অতিথি ইমন

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’র আয়োজনে শুরু হয়েছে টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’।

শোয়ের আগামী পর্বে অতিথি হিসেবে থাকছেন চিত্রনায়ক ইমন। পর্বটি প্রচারিত হবে আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায়, ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

নতুন আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, “ইমন এবার ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর অতিথি। ওর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। শিল্পী সমিতির নির্বাচন থেকে শুরু করে নানা দায়িত্ব পালনের সময় ওর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে। ছোট ভাইয়ের মতো স্নেহ করি ওকে। জীবনে অনেক ভালো সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছে ইমন। অনেক স্মৃতিবিজড়িত কথা আর মজার আড্ডা দিয়েছি আমরা— আপনারাও উপভোগ করবেন।”

শো নিয়ে আয়োজকদের ভাষ্য, দেশ ও প্রবাসের তারকাদের সাক্ষাৎকার, প্রবাসজীবনের চড়াই-উৎরাই ও সংগ্রামের গল্প, সামাজিক বাস্তবতার প্রতিফলন এবং নতুন প্রজন্মের চিন্তা ও উদ্ভাবনের ঝলক থাকবে শোতে। আড্ডা ও মানবিক কথোপকথনের মিশেলে এই আয়োজন দর্শকের মনে ছুঁয়ে যাবে বলে আশা আয়োজকদের।

বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। তবে শো-এর কাজের জন্য তিনি কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে যাচ্ছেন। অভিনেতা হিসেবে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’, যেখানে তার সহশিল্পী ছিলেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন ও পাপিয়া মাহি। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। 

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়