ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাচেলর পয়েন্ট: পাশার ব্যবসায় নতুন চ্যালেঞ্জ, ফ্ল্যাটে অশান্তি

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ১৪ আগস্ট ২০২৫  
ব্যাচেলর পয়েন্ট: পাশার ব্যবসায় নতুন চ্যালেঞ্জ, ফ্ল্যাটে অশান্তি

অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফিরেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব। আলোচনার ঝড় তোলা এই সিরিজের ১৭ থেকে ২৪ নম্বর পর্ব এখন স্ট্রিমিং হচ্ছে শুধু বঙ্গতে।

চিরচেনা সেই ব্যাচেলরদের ফ্ল্যাটে শুরু হয়েছে নতুন অধ্যায়— যেখানে রয়েছে আরও বেশি হাসি, নাটকীয়তা ও অপ্রত্যাশিত সব ঘটনা। আগের পর্বগুলোর যেখানে সমাপ্তি হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে নতুন মোড়ের গল্প।

এবারের পর্বে থাকছে পাশার ব্যবসায় নতুন চ্যালেঞ্জ, ফ্ল্যাটের শান্তি নিয়ে টানাপোড়েন, শিমুল-জাকিরের জটিল দ্বন্দ্ব, মতলবের অবিশ্বাস্য চাল। এর পাশাপাশি থাকছে নতুন চরিত্রের চমক।

কাজল আরেফিন অমির চিত্রনাট্য ও পরিচালনায় এই সিজনে বরাবরের মতো অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা, লামিয়া লামসহ আরও অনেকে।

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়