ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিরতির পর নতুন গান নিয়ে আসছেন পিয়া বৈশ্য

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ১৪ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:১২, ১৪ আগস্ট ২০২৫
বিরতির পর নতুন গান নিয়ে আসছেন পিয়া বৈশ্য

ক্লোজআপ ওয়ান তারকা পিয়া বৈশ্য। বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন তিনি। ‘আমারে কান্দাইয়া তুমি’ শিরোনামের গানটি রচনা করেছেন সঞ্জয় সরকার। সুরারোপ করেছেন হাবিব মোস্তফা। অণু মোস্তাফিজের সঙ্গীতায়োজনে সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটি রেকর্ড হয়েছে। ভিডিও দৃশ্যে পিয়া বৈশ্য নিজেই ঠোঁট মিলিয়েছেন। 

‘আমারে কান্দাইয়া তুমি’ গানটি প্রসঙ্গে পিয়া বৈশ্য বলেন, ‘‘সঞ্জয় সরকারের কথায় এবং হাবিব মোস্তফার সুরে এই প্রথম গান গেয়েছি। গানটির কথা ও সুর ভালো লেগেছে। পাশাপাশি অণু মোস্তাফিজের সঙ্গীতায়োজনও গানটিতে বাড়তি মাত্রা যুক্ত করেছে। আশা করছি গানটি স্রোতাদেরও ভালো লাগবে।’’ 

গীতিকার সঞ্জয় সরকার বলেন, ‘‘শিল্পী, সুরকার এবং সঙ্গীতায়োজক- সকলের সম্মিলিত চেষ্টায় গানটি আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর হয়েছে। স্রোতাদের ভালো লাগলেই সে চেষ্টা সার্থক হবে।’’

২০০৫ সালে এনটিভির ক্লোজআপ ওয়ান (সিজন ওয়ান) সঙ্গীত প্রতিযোগিতার সেরা ১০-এ স্থান পেয়েছিলেন কণ্ঠশিল্পী পিয়া বৈশ্য। সে সময় প্রতিযোগিতার অন্যতম বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল তার উপাধি দিয়েছিলেন ‘লালন কন্যা’। সাধারণত লালন সাঁইজি এবং জালাল উদ্দীন খাঁর গানই বেশি করেন তিনি। তবে ওই প্রতিযোগিতায় জুলফিকার রাসেলের কথায় ও বাপ্পা মজুমদারের সুরে ‘তুমি অনুরোধ না আদেশ করো’ শিরোনামের একটি আধুনিক ধারার মৌলিক গান গেয়েও তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। 

বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী পিয়া বৈশ্য মঞ্চে এবং নিজস্ব ইউটিউব চ্যানেলে লোকসঙ্গীত গেয়ে থাকেন। 

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়