ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ আয়োজন

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:০৫, ১৬ আগস্ট ২০২৫
আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ আয়োজন

উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট, ‘গিটারের জাদুকর’খ্যাত কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর আজ ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের।

এই আয়োজনে উপস্থিত থাকবেন আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা, ব্যান্ড এলআরবি’র শিল্পী এবং তার দীর্ঘ ক্যারিয়ারের সহকর্মীরা। ‘আইয়ুব বাচ্চু: সেলিব্রেটিং লাইফ, লিগেসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক এই অনুষ্ঠানে স্মৃতিচারণ করবেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, সুরকার ফুয়াদ নাসের বাবু, সংগীতশিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদারসহ আরও অনেকে।

শুধু আলোচনা নয়, নতুন প্রজন্মের শিল্পীরাও পরিবেশন করবেন আইয়ুব বাচ্চুর কালজয়ী গান। পাশাপাশি অনুষ্ঠানে তার অপ্রকাশিত কিছু গান প্রকাশের পরিকল্পনাও রয়েছে। এখনও অমর এই শিল্পীর বেশ কিছু গান স্টুডিওতে বন্দি রয়েছে, যেগুলো ধীরে ধীরে প্রকাশ করার পরিকল্পনা করেছেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা ও ব্যান্ড এলআরবি।

শুধু গান নয়, সংগীতপ্রেমীদের জন্য আরও এক সুখবর— আইয়ুব বাচ্চুর ব্যবহার করা গিটারসহ ব্যক্তিগত সংগ্রহের জিনিসপত্র নিয়ে একটি জাদুঘর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। 

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়