ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিনেমার পর্দায় শেখ হাসিনা

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ১৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:৩১, ১৬ আগস্ট ২০২৫

রূপালি পর্দায় তুলে ধরা হচ্ছে বাংলাদেশ ভারতের রাজনৈতিক টানাপোড়েন। সেখানে রয়েছে শেখ হাসিনা, প্রণব মুখোপাধ্যায়ের চরিত্র। না, বাংলাদেশের কোনো সিনেমা নয়, কলকাতায়  দুর্গাপূজার উৎসবে মুক্তি পাচ্ছে তেমনই এক থ্রিলার ‘রক্তবীজ ২’। টিজার প্রকাশের পর থেকেই দর্শকের কৌতূহল তুঙ্গে।

ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ বাংলা জানিয়েছে, এ সিনেমায় মূলত বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। সীমা বিশ্বাস অভিনয় করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে, ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায়। টিজারের শুরুতেই দুই প্রবীণ অভিনেতার উপস্থিতি দর্শকদের চমকে দিয়েছে।

এদিকে তদন্তকারী অফিসার পঙ্কজ সিংহের ভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়। তার সঙ্গে আছেন সংযুক্তা মিত্রর চরিত্রে মিমি চক্রবর্তী। এছাড়া কৌশানী মুখোপাধ্যায়, নুসরত জাহান ও রহস্যময় চরিত্রে অঙ্কুশ হাজরাও নজর কেড়েছেন। প্রথম সিনেমায় সংক্ষিপ্তভাবে দেখা গেলেও এবার অঙ্কুশ হাজরার চরিত্রে থাকছে বড়সড় টুইস্ট।

নন্দিতা শিবপ্রসাদের পরিচালনায় ‘রক্তবীজ’ চলচ্চিত্রে তুলে ধরা হয়েছিল খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপট। সিক্যুয়েলে দেখা যাবে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফর, শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ, এমনকি নড়াইলের ভদ্রবিলার ঘোষবাড়ির শৈশব স্মৃতি। ভিলেন মুনিরের চরিত্রকে ঘিরে তৈরি হবে রহস্য, আর সেটিই এগিয়ে নেবে পঙ্কজ সিংহের তদন্ত।

বাস্তব রাজনৈতিক আবহ ও রুদ্ধশ্বাস থ্রিলারের সংমিশ্রণে নির্মিত ‘রক্তবীজ ২’ মুক্তি পাচ্ছে আসছে দুর্গাপূজায়, আগামী ২৬ সেপ্টেম্বর ভারতে বড় পর্দায়।
 

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়