ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোবিন্দর পরকীয়া, বিচ্ছেদ চেয়ে স্ত্রীর মামলা!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ২২ আগস্ট ২০২৫   আপডেট: ২১:২১, ২২ আগস্ট ২০২৫
গোবিন্দর পরকীয়া, বিচ্ছেদ চেয়ে স্ত্রীর মামলা!

সংসার ভাঙার খবরে ফের আলোচনায় গোবিন্দ-সুনীতা

বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দ। ব্যক্তিগত জীবনে সুনীতা আহুজার সঙ্গে ঘর বেঁধেছেন। ৩৭ বছরের দাম্পত্য জীবন পার করছেন এই যুগল। দীর্ঘ এই পথচলায় তাদের দুই সন্তান— মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন।

কয়েক মাস আগে খবর চাউর হয়, ভেঙে যাচ্ছে গোবিন্দ-সুনীতা দম্পতির সংসার। এ নিয়ে আলোচনা কম হয়নি। কিন্তু সুনীতা দাবি করেন—“এসবই মিথ্যা।”  

আরো পড়ুন:

ফের বিচ্ছেদের খবরে শিরোনাম হলেন গোবিন্দ-সুনীতা। ভারতীয় গণমাধ্যম হাটারফ্লাই এক প্রতিবেদনে দাবি করেছে, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দ। প্রায় ৯ মাস আগে বিচ্ছেদের দাবিতে আদালতে মামলা দায়ের করেছেন সুনীতা। 

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন সুনীতা আহুজা। হিন্দু বিবাহ আইন, ১৯৫৫-এর ১৩(১)(আই), (আইএ), ও (আইবি) ধারায় মামলা করেন তিনি। বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করেছেন—পরকীয়া, নিষ্ঠুরতা ও পরিত্যাগ করা।  

আদালত গোবিন্দকে তলব করেছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজির হননি তিনি। ফলে চলতি বছরের মে মাসে ‘নোটিশ টু শো কজ’ জারি করা হয়। ২০২৫ সালের জুন মাস থেকে এই দম্পতি আদালতের নির্দেশ অনুযায়ী, ভার্চুয়াল কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার চেষ্টা করছেন। সুনীতা আহুজা আদালতে ব্যক্তিগতভাবে হাজির হলেও, গোবিন্দর উপস্থিতি নিয়ে ধোঁয়াশা রয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।  

কেবল সূত্র নয় প্রাপ্ত নথিপত্র দেখে এসব তথ্যের সত্যতা যাচাই করেছে বলে দাবি সংবাদমাধ্যমটির। মারাঠি এক তরুণ অভিনেত্রীর সঙ্গে গোবিন্দর পরকীয়া সম্পর্কের গুঞ্জন উড়ছে বলেও জানিয়েছে। তবে এই অভিনেত্রীর নাম-পরিচয় জানানো হয়নি। এ বিষয়ে কথা বলতে সুনীতা আহুজার টিমের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। তবে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে গোবিন্দর আইনজীবী ইন্ডিয়া টুডেকে জানিয়েছিলেন, ছয় মাস আগে গোবিন্দকে ডিভোর্স লেটার পাঠান সুনীতা। সেই খবরই সামনে আসার পর বিচ্ছেদের চর্চা শুরু হয়। পরবর্তীতে এ দম্পতি তাদের সমস্যা মিটিয়ে নেন।

নতুন করে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশের পর গোবিন্দ কিংবা সুনীতার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গত এপ্রিলে সুনীতা আহুজা বলেছিলেন, “যতক্ষণ না আমার বা গোবিন্দর কাছ থেকে সরাসরি কিছু না শুনবেন, ততক্ষণ কোনো কিছুই বিশ্বাস করবেন না।” 

১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ-সুনীতা। এ দম্পতির দুই সন্তান, তারা হলেন— মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে রুপালি জগতে নাম লেখিয়েছেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে। পরিচালক সাই রাজেশের হাত ধরে খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে যশবর্ধনের।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়