ইন্ডিয়াকে দেখতে পারো না এটা কেমন কথা: জয়
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
শাহরিয়ার নাজিম জয়
সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতি রয়েছে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের। তিনি কোনো পোস্ট দেওয়া মাত্র নেটিজেনরা দুই ভাগ বিভক্ত হয়ে ওই পোস্ট কাটাছেঁড়া করেন। তালে তাল মিলিয়ে নেটিজেনদের কমেন্টের রিপ্লাই দেন জয়। কখনও কখনও কঠিন কথাও সহজে মেনে নেন, আবার কখনও কখনও ক্ষোভ ঝাড়তেও ছাড়েন না।
২৩ আগস্ট সকালে জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন, ‘‘যারা রাষ্ট্র বিনির্মাণ করবেন মাথায় রাইখেন বাংলাদেশেও অন্তত একজন সত্যজিৎ রায়, উত্তম কুমার অমিতাভ বচ্চন, শাহরুখ খান কমসেকম একজন প্রসেনজিৎ যেন তৈরি হয়।’’
ওই পোস্টের কমেন্ট বক্সে জাহিদ হাসান নামের একজন লিখেছেন, ‘‘ইন্ডিয়ার প্রোডাক্ট বাংলাদেশে তৈরি করা লাগে। না হলে তার মা থাকবে কেমনে ওখানে।’’
প্রতিউত্তরে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘‘তোমার চৌদ্দগুষ্টি ইন্ডিয়ান পণ্য ব্যবহার করে। আবার ইন্ডিয়াকে দেখতে পারো না এটা কেমন কথা।’’
মো. শাহীন নামের একজন লিখেছেন, ‘‘বাংলাদেশের কারো পৈত্রিক সম্পত্তি নয় যে ভারতে কে কে আছে তার জন্য হুবহু তাকে অনুসরণ করতে হবে। কিংবা তার মত হতে হবে। আরো ভালো কেউ হবার চেষ্টা করুন। ভারতীয় দালালি করাটা দেখছি বাংলাদেশের সেলিব্রিটিদের একটা ট্রেন্ডয়ে পরিণত হয়েছে। আরো ভালো কিছু বিষয় আছে চিন্তা করার বুঝতে পেরেছেন ভাই? নুন্যতম দেশের প্রতি যদি ভালবাসা থাকতো এবং দেশপ্রেমিক হতেন ভারতের দালালি করতেন না।’’
যদিও এই কমেন্টের কোনো রিপ্লাই দেননি জয়।
মো. আমিনুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘‘ভাই প্লিজ আপনি আর কোন পোস্ট কইরেন না।’’
এই পোস্টের রিপ্লাইতে জয় জানিয়েছেন, চেষ্টা করবেন তিনি।
ঢাকা/লিপি