ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানবজীবন খুব সংক্ষিপ্ত এবং নশ্বর: তৌকীর আহমেদ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ২৭ আগস্ট ২০২৫   আপডেট: ০৯:৩৬, ২৭ আগস্ট ২০২৫
মানবজীবন খুব সংক্ষিপ্ত এবং নশ্বর: তৌকীর আহমেদ

তৌকীর আহমেদ

‘‘মানবজীবন খুব সংক্ষিপ্ত এবং নশ্বর। সেখানে আমাদের কাজই হচ্ছে আমাদের পরিচয়। সেই কাজ এবং জীবন-যাপনের মধ্যে আমি সিমপ্লিসিটিকে গুরুত্ব দেই। আমি মনে করি যে আমার কাজ, আমার আর্ট এবং আমার জীবন এগুলোকে আমি সিম্পল রাখতে চাই। সাধারণ রাখতে চাই, সাধারণ হিসেবেই বাঁচতে চাই।’’ - কথাগুলো একটি সাক্ষাৎকারে বলেছেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ

‘ধূসর প্রজাপতি’ নাটক নির্মাণের মাধ্যমে চেনা ছন্দে ফিরেছেন তৌকীর আহমেদ। বিটিভিতে প্রচারিত হচ্ছে তার পরিচালিত নাটক ধূসর প্রজাপতি। প্রায় ২০ বছর পর বিটিভির জন্য নাটক পরিচালনা করলেন তৌকীর আহমেদ। নাটকটির নাট্যকারও তিনি। তৌকির আহমেদ মনে করেন কাজই হচ্ছে মানুষের পরিচয়।

আরো পড়ুন:

তৌকীর আহমেদ মনে করেন, গত ২০ বছরে অনেক কিছু বদলেছে, কিন্তু ভালো গল্প ও ভালো নির্মাণের কদর এখনও আছে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধভিত্তিক জয়যাত্রা, ভাষা আন্দোলন নিয়ে ফাগুন হাওয়ায়, হালদা নদীর প্রেক্ষাপটে হালদা কিংবা অজ্ঞাতনামা প্রতিটি কাজই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এই নির্মাতার চলচ্চিত্র দেশে-বিদেশে পুরস্কৃতও হয়েছে। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়