‘নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা আপনার দায়িত্ব নয়’
পিয়া জান্নাতুল
আলোচিত মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। কয়েক দিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন। এ আলাপচারিতায় সোশ্যাল মিডিয়ার ভিউ ব্যবসা ও সঞ্চালক-প্রযোজকদের দায়িত্ব নিয়ে কথা বলেনে এই অভিনেত্রী। এই সাক্ষাৎকারের কিছু ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ছড়িয়ে পড়েছে, ফলে তৈরি হয়েছে আলোচনা।
পিয়া জান্নাতুল তার সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ নিজের ফেসবুকে শেয়ার করেছেন। এ পোস্টের ক্যাপশনে যুক্ত করেছেন তার কিছু ভাবনা ও আহ্বান।
পিয়া জান্নাতুল বলেন, “যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, তাহলে এটা আপনার দায়িত্ব সমাজকে গঠন করা, নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়। শুধু ভিউ বা ট্রেন্ডের জন্য আবর্জনা আপলোড করা কারো কাজ হতে পারে না।”
তারকা ব্যক্তিত্বের কথা উল্লেখ করে পিয়া জান্নাতুল বলেন, “যদি আপনি একজন পাবলিক ফিগার হন, মনে রাখবেন, মানুষ আপনাকে অনুসরণ করে, আপনার প্রতিটি কথা ও প্রতিক্রিয়া তাদের প্রভাবিত করে। তাই প্রত্যেকটা বেহুদা প্রশ্নের উত্তর দেওয়া দরকার নেই। ভুল বার্তা ছড়ানো কখনো দায়িত্বশীলতার পরিচয় নয়।”
সঞ্চালকদের উদ্দেশে পিয়া বলেন, “প্রেজেন্টারদের বলব, এটা আপনার ৮০ শতাংশ দায়িত্ব যে, আপনি কী প্রশ্ন করছেন। প্রযোজক বা অন্য কেউ বললেও, আপনারই সচেতন থাকা উচিত। কারণ পরবর্তীতে মানুষ মনে রাখে না কে আপনাকে প্রশ্ন করতে বলেছিল, তারা মনে রাখে আপনি প্রশ্ন করেছিলেন।”
সবার প্রতি আহ্বান জানিয়ে পিয়া বলেন, “তাই আসুন, আমরা সবাই একটু দায়িত্ব নিই, যা তৈরি করছি, তা যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে, দূষণ নয়।”
ঢাকা/শান্ত