ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কক্সবাজারের ডিসিকে স্মারকলিপি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:১৩, ৮ ডিসেম্বর ২০২৫
অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কক্সবাজারের ডিসিকে স্মারকলিপি

টেকনাফে উদ্বেগজনক হারে বাড়ছে অপহরণ। এই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয় ছাত্র-জনতা।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন।

আরো পড়ুন:

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে টেকনাফ, বিশেষ করে বাহারছড়া এলাকায় অপহরণ ভয়াবহভাবে বেড়েছে। ফলে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে অপহরণ চক্রের বিরুদ্ধে টহল জোরদার, নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল আবেদীন, করিম উল্লাহ, মুহাম্মদ রিদুয়ান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রহিম উল্লাহ আল নোমান।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়