অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কক্সবাজারের ডিসিকে স্মারকলিপি
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টেকনাফে উদ্বেগজনক হারে বাড়ছে অপহরণ। এই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয় ছাত্র-জনতা।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে টেকনাফ, বিশেষ করে বাহারছড়া এলাকায় অপহরণ ভয়াবহভাবে বেড়েছে। ফলে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে অপহরণ চক্রের বিরুদ্ধে টহল জোরদার, নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল আবেদীন, করিম উল্লাহ, মুহাম্মদ রিদুয়ান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রহিম উল্লাহ আল নোমান।
ঢাকা/তারেকুর/মাসুদ