পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত
যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র প্রতিক্রিয়ায়, বেলুচিস্তানের চামান সীমান্তে শুক্রবার মধ্যরাত থেকে টানা দুদিন পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ।
রবিবার প্রকাশিত প্রতিবেদনে দ্য নিউজ দাবি করে, ঘটনাটি নিশ্চিত করেছে সীমান্তবর্তী এলাকার একটি বিশ্বস্ত সূত্র।খবর জিও টিভির।
শুক্রবার মধ্যরাতে জামান সেক্টরে উত্তেজনা শুরু হয়। অভিযোগ করা হয়, আফগান সেনারা প্রথমে যুদ্ধবিরতি ভেঙে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। এর জবাবে পাকিস্তানি বাহিনীও পাল্টা হামলা শুরু করে। প্রায় ৪৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে।
তালেবান সেনারা যেন পাল্টা জবাব দিতে না পারে সেজন্য পরে ভারী অস্ত্র মোতায়েন ও ব্যবহার করা হয়। যারমধ্যে রকেট লঞ্চার, কামান এবং গুলির ভারী অস্ত্র ছিল। এই হামলায় আফগান তালেবান সেনাদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
একটি সূত্র বলেছে, ‘সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ভূল অস্ত্র ব্যবহার করা হয়।’
প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় চলে যায় বলে দাবি করেছে সূত্রগুলো। এরপর সেখান থেকে তারা আবার গুলি ছোড়ে। এর জবাবে ওই জনবহুল এলাকাতেও ভারীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়।
উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার পর, তালেবান বাহিনী যুদ্ধবিরতির ঘোষণার পাশাপাশি সাদা পতাকা উড়ায়। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আফগান তালেবানদের নজরদারির অধীনে হতাহতদের (মৃত এবং আহত উভয় সহ) সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করার অনুমতি দেয়। ক্ষয়ক্ষতি মূল্যায়ন মিশনে কমপক্ষে ২৩ জন নিহত এবং একাধিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিদেশী গণমাধ্যমের মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, চামান সীমান্তে আফগান বাহিনী ‘বিনা উস্কানিতে গুলিবর্ষণ’ করেছে।
মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “পাকিস্তান তার আঞ্চলিক অখণ্ডতা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ।”
আফগান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে। তার ডেপুটি হামদুল্লাহ ফিত্রা রয়টার্সকে জানান, পাকিস্তানের গোলাগুলিতে একজন তালেবান সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন।
ঢাকা/ফিরোজ