ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিভোর্সের পর প্রাক্তন স্বামীর সঙ্গে এক ফ্রেমে মাহি!

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ১৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:৫২, ১৪ অক্টোবর ২০২৫
ডিভোর্সের পর প্রাক্তন স্বামীর সঙ্গে এক ফ্রেমে মাহি!

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বছর দেড়েক আগে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। সেই সময় তিনি জানান, রাকিব সরকারের সঙ্গে তার দাম্পত্য সম্পর্কের ইতি ঘটেছে। এরপর থেকেই দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি।

বেশ কিছুদিন হলো মাহি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে রাকিব সরকারের বর্তমান অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। তবে এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ছবিকে ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়।

ছবিতে মাহিকে তার প্রাক্তন স্বামী রাকিব সরকার এবং সন্তানদের সঙ্গে দেখা গেছে। মাহি নিজেই ছবিটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, “মাশাল্লাহ।”

অন্যদিকে একই ছবি পোস্ট করেছেন রাকিব সরকারও। তার ক্যাপশন— “সোয়াইব, সাইয়ারা, ফারিশ ও আমরা এক ফ্রেমে।

এরপর নেটমাধ্যমে প্রশ্ন উঠেছে—তবে কি আবারও এক হয়েছেন মাহি ও রাকিব? মন্তব্যের ঘরে নেটিজেনরা দিচ্ছেন ভালোবাসার প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, “আবার সব আগের মতো হয়ে যাক,” কেউ আবার সন্তানসহ পরিবারের ছবিতে অভিনন্দন জানিয়েছেন।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, মাহি ও রাকিব আবারও এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলছেন, তারা আসলে পুরোপুরি আলাদা হননি, তবে সম্পর্কের কিছুটা অবনতি ঘটেছিল।

তবে এ বিষয়ে মাহি বা রাকিব— কেউই মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি মাহি ফেসবুক লাইভে এসে বিচ্ছেদের খবর নিশ্চিত করেছিলেন। পরে রাকিব সরকারও একই তথ্য জানান।
এরপর থেকে মাহি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অনেকের ধারণা, সেখানে স্থায়ী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অন্যদিকে রাকিব সরকার দীর্ঘদিন ধরেই রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি আড়ালে রয়েছেন। 
 

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়