ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটকে ব্যস্ত পারিসা জান্নাত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ৩ নভেম্বর ২০২৫  
নাটকে ব্যস্ত পারিসা জান্নাত

এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী পারিসা জান্নাত। ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অভিনয়ের প্রতি তার ভালোবাসা, একাগ্রতা ও পরিশ্রমই তাকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করছে নতুন প্রজন্মের সম্ভাবনাময় মুখ হিসেবে। 

ইতোমধ্যে পারিসা অভিনীত বেশ কিছু নাটক দর্শকদের নজর কেড়েছে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন কয়েকটি আলোচিত নাটকে, যার মধ্যে রয়েছে—‘নিমক হারাম’, ‘জামাই চতুর শ্বশুর ফতুর’, ‘বউ বাছাই’, ‘দুর্নাম’ ও ‘এ কেমন বিয়ে’। নাটকগুলো পরিচালনা করেছেন মাসুদ রানা অনিক, নাজমুল রনি ও জিয়াউদ্দিন আলম। 

আরো পড়ুন:

অভিনয়ের পাশাপাশি সহঅভিনেতাদের সঙ্গে তার দারুণ বোঝাপড়াও প্রশংসিত হচ্ছে। জনপ্রিয় অভিনেতা যাহের আলভী, শামীম হাসান সরকার ও রাশেদ সীমান্তের সঙ্গে একাধিক নাটকে কাজ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় থাকা এসব নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরেছেন পারিসা, যা তার অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন নির্মাতা ও সহকর্মীরা। 

অভিনয়ের ব্যস্ততা ও আগামীর পরিকল্পনা নিয়ে পারিসা জান্নাত বলেন, “আমি এখন নিয়মিত কাজ করছি। পরিচালকরা আমাকে যেভাবে বিশ্বাস করছেন এবং নতুন নতুন চরিত্রে ভাবছেন, তাতে আমি সত্যিই কৃতজ্ঞ। সবসময় চেষ্টা করি দর্শকদের ভালো কাজ উপহার দিতে। ইনশাআল্লাহ সামনে আরো কিছু ভালো কাজ আসছে।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়