ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সম্পর্ক দু’মিনিটে তৈরি হওয়া নুডলস নয়’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ৯ নভেম্বর ২০২৫   আপডেট: ১১:৪৪, ৯ নভেম্বর ২০২৫
‘সম্পর্ক দু’মিনিটে তৈরি হওয়া নুডলস নয়’

কোয়েল মল্লিক

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক। তার একমাত্র কন‌্যা কোয়েল মল্লিকও টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। ব‌্যক্তিগত জীবনে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। তাদের সংসারে একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক আয়োজনে বিয়ে করলেও ভালোবেসে সংসার বাঁধার সিদ্ধান্ত নেন এই যুগল। 

শোবিজ অঙ্গনের তারকারা প্রেম জীবন নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হন। তবে কোয়েল মল্লিকের ব্যাপারে ঠিক তেমনটা বলা যায় না। ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় নতুন প্রজন্মকে ‘ডেটিং টিপস’ দিয়েছেন কোয়েল। 

আরো পড়ুন:

কোয়েল মল্লিক বলেন, “সম্পর্ক দু’মিনিটে তৈরি হওয়া নুডলস নয়। এরকম নয় যে, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে বা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়ালটি থাকে।” 

উদাহরণ টেনে কোয়েল মল্লিক বলেন, “তাই জামা-কাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না, তো ওটা। লাল জামাটা অনেক দিন পরা হয়েছে আর ভালো লাগছে না, তো নীল জামাটা পরি, সম্পর্ক বিষয়টা কিন্তু সে রকম নয়। আমি হয়তো একটু পুরোনোপন্থি। কিন্তু আমি এভাবেই ভালোবাসতে ভালোবাসি।” 

কোয়েল মল্লিকের এসব বক্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যল মিডিয়ায়। তারি ভাবনাকে সমর্থন জানিয়ে অনেকে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “একদম সঠিক কথা।” অন্যজন লেখেন, “তুমি ওভাবে ভালোবাসতে ভালোবাসো, আর তাই আমরা তোমাকে সব সময় ভালোবাসি।” আরেক ভক্ত লেখেন, “অনেক কারণেই তুমি টলি-কুইন।” 

কোয়েল মল্লিক


২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। ২০২০ সালের ৫ মে অর্থাৎ বিয়ের সাত বছর পর এ দম্পতির সংসার আলো করে আসে পুত্র কবীর। গত বছরের ১৪ ডিসেম্বর কন্যাসন্তানের মা হন এই অভিনেত্রী। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়