নতুন বছরে নতুন ১০ জুটি
আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম
সাফল্য ও ব্যর্থতার সমন্বয়ে ২০২৫ সাল পার করেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। নতুন বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু আলোচিত সিনেমা। এর মধ্যে বেশ কিছু সিনেমায় নতুন জুটি দেখতে পাবেন সিনেমাপ্রেমীরা। তার মধ্যে কেউ কেউ নতুন মুখ, আবার অনেকে তারকা অভিনয়শিল্পী। চলুন, দেখে নিই এমন দশ জুটিকে—
কার্তিক আরিয়ান ও শ্রীলীলা
অনুরাগ বসু পরিচালিত রোমান্টিক-মিউজিক্যাল ঘরানার সিনেমা ‘তু মেরি জিন্দেগি হ্যায়’। এ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন কার্তিক আরিয়ান ও শ্রীলীলা। প্রথমে সিনেমাটির নাম রাখা হয়েছিল ‘আশিকি টু’। পরে বদলে রাখা হয় ‘তু মেরি জিন্দেগি হ্যায়’। ২০২৬ সালের মে মাসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
প্রভাস ও মালবিকা মোহনান
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা অভিনেতা প্রভাস। প্রথমবারের মতো মালবিকা মোহনানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন প্রভাস। ‘দ্য রাজা সাব’ সিনেমায় দেখা যাবে এ জুটিকে। এটি পরিচালনা করছেন মারুতি। তেলেগু ভাষার সিনেমাটি ২০২৬ সালের ১ জানুয়ারি মুক্তি কথা রয়েছে। মুক্তির আগেই প্রভাস-মালবিকা জুটিকে নিয়ে দর্শকদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
অনন্যা পান্ডে ও লক্ষ্য লালওয়ানি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পান্ডে। প্রথমবারের মতো লক্ষ্য লালওয়ানির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন অনন্যা। ‘চাঁদ মেরা দিল’ শিরোনামের সিনেমায় দেখা যাবে এই জুটিকে। তরুণ জুটির প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এ সিনেমা প্রযোজনা করছে ধর্মা প্রোডাকশন্স। গল্পটি জেন-জিদের আকর্ষণ করবে বলে আশাবাদী নির্মাতারা। বিবেক সনি পরিচালিত এ সিনেমা নতুন বছরের ১০ এপ্রিল মুক্তির কথা রয়েছে।
রাম চরণ ও জাহ্নবী কাপুর
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণকে নিয়ে নতুন মিশন শুরু করেছেন পরিচালক বুচি বাবু সানা। এরই মধ্যে তেলেগু ভাষার ‘পেদ্দি’ সিনেমার শুটিং শুরু হয়েছে। এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন রাম চরণ ও শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এরই মধ্যে সিনেমাটি ১৫৫ কোটি টাকা আয় করেছে। ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ২৫০-৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে ‘পেদ্দি’ সিনেমা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ২৭ মার্চ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
কীর্তি সুরেশ ও বিজয় দেবরকোন্ডা
দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা বিজয় দেবরকোন্ডা সাত বছর আগে ‘মহানতি’ সিনেমায় কীর্তি সুরেশের সঙ্গে অভিনয় করেছিলেন। তবে জুটি বেঁধে নয়। প্রথমবারের মতো দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন বিজয়। নাম ঠিক না হওয়া এ সিনেমা পরিচালনা করছেন রবি কিরণ কোলা। এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন এই যুগল। সবকিছু ঠিক থাকলে নতুন বছরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
অভয় ভার্মা ও রাশা থাডানি
সৌরভ গুপ্তা নির্মিত বলিউড সিনেমা ‘লাইকি লাইকা’। ফ্যান্টম ফিল্মস প্রযোজিত এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন অভয় ভার্মা ও রাভিনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানি। তরুণ যুগলের প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের সামারে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ে
ডেভিড ধাওয়ান পরিচালিত বলিউড সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ে। এ সিনেমায় ম্রুণাল ঠাকুরও অভিনয় করছেন। ২০২৫ সালের অক্টোবরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতারা, তবে তা হয়নি। ২০২৬ সালের ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
রণবীর ও সাই পল্লবী
পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করছেন ‘রামায়ণ’ সিনেমা। এতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। আর সীতা চরিত্র রূপায়ন করছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। দুই ইন্ডাস্ট্রির দুই তারকা প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন। সাই পল্লবী ও রণবীর কাপুরের বেশ কিছু লুক প্রকাশ্যে আসার পর আলোচনা-সমালোচনা কম হয়নি। এরপর মুক্তি পায় সিনেমাটির অফিশিয়াল লুক। ৩ মিনিট ৪ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে ভিএফএক্সের কাজ বিশেষভাবে নজর কাড়ে। তারপর চর্চায় পরিণত হয়েছে ‘রামায়ণ’। ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘রামায়ণ’ সিনেমার প্রথম পার্ট।
ম্রুণাল ঠাকুর ও সিদ্ধান্ত চতুর্বেদী
বলিউডের জনপ্রিয় তারকা ম্রুণাল ঠাকুর ও সিদ্ধান্ত চতুর্বেদী। এ জুটিকে নিয়ে রবি উদয়ার নির্মাণ করছেন ‘দো দিওয়ানে সেহের মেঁ’। এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন ম্রুণাল-সিদ্ধান্ত। রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটি প্রযোজনা করছেন সঞ্জয় লীলা বানসালি। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নতুন বছরের ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
ইব্রাহিম আলী খান ও শ্রীলীলা
বলিউড অভিনেতা সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান। খুব বেশি দিন হয়নি বলিউডে পা রেখেছেন। যদিও এখনো সাফল্যের মুখ দেখেননি। এরই মধ্যে দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন। ইরানি পরিচালক কায়োজে পরিচালিত ‘ডিলার’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে। নতুন অন-স্ক্রিন জুটিকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। স্পোর্টস-ড্রামা ঘরানার এ সিনেমা নতুন বছরের ১০ এপ্রিল মুক্তির কথা রয়েছে।
ঢাকা/শান্ত