ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবা-শাফায়েত এর শত জনম

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৫, ৮ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাবা-শাফায়েত এর শত জনম

সাবরিনা সাবা ও শাফায়েত হোসেন

বিনোদন ডেস্ক : ইংরেজি নবর্বষ উপলক্ষে সিডি চয়েসের ব্যানারে বাজারে আসছে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও কন্ঠশিল্পী সাজেদুর সাহেদের প্রথম ফিচারিং অ্যালবাম ‘কেন?’। এই অ্যালবামে ‘শত জনম’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাবরিনা সাবা ও নেসক্যাফে গেট সেট রকস্টার শাফায়েত হোসেন।

 

‘শত জনম তোমার সাথে বসত গড়তে চাই, যদি গো একটু খানি ভালোবাসা পাই’ শিরোনামের গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সাহেদ আর লিখেছেন শেখ সুমন এমদাদ। ইতিমধ্যেই সিডি চয়েসের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

 

গানটি প্রসঙ্গে সাবা বলেন, অনেক দিন পরে একটি রোমান্টিক গান করলাম। গানটির সুর ও সঙ্গীতায়োজন অসাধারণ হয়েছে। চমৎকার একটি মেলোডি গান। আর শাফায়েতও দারুণ গেয়েছে। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে। 

 

অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। এছাড়াও এই অ্যালবামে গান করেছেন- কাজী শুভ, তৌসিফ, আহমেদ হুমায়ুন, ফরাবী, লিজা, স্বরলিপি এবং রাজু। গান লিখেছেন- গুঞ্জন রহমান, রেজাউর রহমান রিজভী, সুদীপ কুমার দ্বীপ, ওমর ফারুক।  

 

 


রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৪/ফিরোজ/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়