ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গ্রন্থমেলায় মিলু শামসের ‘আংটি ও এক কিশোরীর গল্প’ 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১ ফেব্রুয়ারি ২০২৩  
গ্রন্থমেলায় মিলু শামসের ‘আংটি ও এক কিশোরীর গল্প’ 

প্রথমত এটি কাহিনি-কাব্য। এক প্রকৃতিকন্যার জীবনকে ভালোবেসে প্রতি মুহূর্তে বিকশিত হওয়ার গল্প। জীবনকে যে দেখেছে  আত্মবিশ্বাসী পরিপূর্ণ মানুষের চোখ দিয়ে। ওই বিশ্বাস তাকে পৌঁছে দিয়েছে কাঙ্খিত স্বপ্নের চূড়ায়।

কৈশোরে স্বামীর ঘর করতে যাওয়া কিশোরী জ্ঞান ও জীবনতৃঞ্চায় পরিণত বয়সে নিজেকে দেখে বিশ্ববিদ্যালয়ে পাঠদানকারী সার্থক শিক্ষকরূপে। একটি বিশেষ আবেগ থেকে জন্ম হয়েছে এ কাব্যের। দু'হাজার আঠারোয় লেখা শুরু, শেষ হয় দু'হাজার বাইশে। 

কাহিনি-কাব্য লিখতে প্রয়োজন ধৈর্য ও একাগ্রতা। সে চষ্টাই রয়েছে এখানে। বাংলার সমাজ ও রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে সঙ্গত করণেই। 

বইটি প্রকাশ করেছে জলধি। স্টল নম্বর: ৩৪৮। বইটির প্রচ্ছদ এঁকেছেন  আল নোমান। মূল্য: ১৮০ টাকা। 
 

তারা//

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়