ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বইমেলায় নাহিদা নাহিদের গল্পগ্রন্থ ‘বহু বসন্তের দাগ’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ৫ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১১:০১, ৫ ফেব্রুয়ারি ২০২৩
বইমেলায় নাহিদা নাহিদের গল্পগ্রন্থ ‘বহু বসন্তের দাগ’

এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে নাহিদা নাহিদের চতুর্থ গল্পগ্রন্থ ‘বহু বসন্তের দাগ’।

গ্রন্থটি সম্পর্কে নাহিদা নাহিদ বলেন, ‘গ্রন্থটিকে বহুরূপ সম্পর্কের সংকলন বলা যায়। গ্রন্থটি বন্ধুত্ব, মাতৃত্ব, প্রেমময় মাধুর্য, ক্লান্তিকর দাম্পত্য, ছেদ ও বৈকল্যের সাবয়ব ভাষারূপ। গল্পপ্রবাহে প্রতিফলিত হয়েছে নগর-প্রতিবেশে বসবাসরত মানুষের রুচি ও শুদ্ধতার বিপরীতে পাপ ও পঙ্কিলতার অভিমুখে যাত্রা। গল্পগুলো মনস্তাত্ত্বিক। গল্পের ভাঁজে ভাঁজে যে মানুষ, তারা নিঃসঙ্গ। গল্পগুলোর অন্তর্নিহিত সামষ্টিক সুরের নাম দীর্ঘশ্বাস। এর পরিণতি ক্ষয়। সত্য ও সুন্দরের সঙ্গে নিরাভরণ অন্ধকারের যৌথ রসায়নে গল্পগুলো মানুষকে জানিয়ে দেবে তার অন্তর্জাগতিক বাস্তবতার খবর। একক ব্যক্তির বসন্তযাপনে বহুযুগের স্মৃতিভারে জর্জর প্রণয়সুধা পাঠকের ভেতর প্রত্যাশা জাগাবে জীবনকে নতুন অনুভবে দেখার। যাদের চৈতন্যে মিশে আছে আসঙ্গ অতৃপ্তি, তাদের পাঠে গ্রন্থটির আবেদন ফুরোবে না বলেই বিশ্বাস।

আরো পড়ুন:

‘বহু বসন্তের দাগ’ বইটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশন। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। 

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়