ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

বইমেলায় রিফাত হাসানের স্পাই থ্রিলার ‘এখনো ঘোড়ার চাল বাকি’

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৪  
বইমেলায় রিফাত হাসানের স্পাই থ্রিলার ‘এখনো ঘোড়ার চাল বাকি’

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে রিফাত হাসানের স্পাই থ্রিলার ‘এখনো ঘোড়ার চাল বাকি’। 

লেখকের ভাষ্য, একজন স্পাই কীভাবে স্পাই হয়ে উঠে, তারও যে একটা জীবন আছে, দুঃখ-কষ্ট ঘাত-প্রতিঘাতের অনুভূতি আছে- সেটাই এই বিশাল কলেবরের ইতিহাসে তুলে ধরতে চেয়েছি। পাশাপাশি জেরুজালেমের ঐতিহ্যবাহী সেকেন্ড টেম্পলের রহস্যকে আশ্রয় করে লেখা এই উপন্যাসটি পাঠককে নিয়ে যাবে ৭০ খ্রিস্টাব্দের প্রাচীন জেরুজালেমে; যখন মহাবীর টাইটাসের নেতৃত্বে জেরুজালেমকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল শক্তিশালী রোমান সেনাবাহিনী।

বইটির প্রচ্ছদ করেছেন সজল চৌধুরী। দুই খণ্ড মিলিয়ে প্রায় ৬০০ পৃষ্ঠার এই বিশাল উপন্যাসের গায়ের মূল্য প্রথম খণ্ডের ২৯০, দ্বিতীয় খণ্ডের ৩০০ টাকা। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণের ৩০৬-৩০৭ নাম্বার স্টলে। ভূমিপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে বইটি।

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়