ওয়েবসাইটে সার্চ করলেই পাওয়া যাবে পছন্দের স্টল
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

ছবি: সংগৃহীত
অমর একুশে বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি নতুন একটি ওয়েবসাইট চালু করেছে। যেখানে স্টলের নাম অথবা স্টল নম্বর দিয়ে বাংলা ইউনিকোড বা ইংরেজি ফনেটিকে খুঁজে পাওয়া যাবে পছন্দের বইয়ের স্টল।
সাধারণত বইমেলায় দেশের বিভিন্ন স্থান থেকে পাঠকেরা আসেন বই কিনতে। কিন্তু অনেকের পক্ষে তাদের পছন্দের স্টল খুঁজে পেতে কষ্ট হয়। নিতে হয় অনুসন্ধান কেন্দ্রের সাহায্য। বাংলা একাডেমি পাঠকের সুবিধার কথা চিন্তা করে একটি ওয়েবসাইট চালু করেছে যেখানে পছন্দের স্টলের নাম সার্চ করলে সহজে পাওয়া যাবে।
বইমেলা নিয়ে বাংলা একাডেমির নতুন ওয়েবসাইটের ঠিকানা হলো: https://ba21bookfair.com/ এই ওয়েবসাইটের মাধ্যমে পাঠকরা মেলার সময়সূচি, মেলার বিশেষ ঘোষণা, অনুষ্ঠানসূচি, বইসমূহ ও বিশেষ সেবা পাবে।
রায়হান/ঢাকা/লিপি