ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বইমেলায় নতুন গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫  
বইমেলায় নতুন গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ইমতিয়াজ আহমেদের তৃতীয় গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’। বইটি প্রকাশ করেছে ‘কিংবদন্তী’ প্রকাশন।

বইটি সম্পর্কে লেখক ইমতিয়াজ আহমেদ রাইজিংবিডি ডটকমকে বলেন, “গল্পগুলো দুই ভাগে বিভক্ত। অতিপ্রাকৃত এবং জীবনের গল্প। প্রতিটি গল্পই সুক্ষ্মবার্তা দেবে পাঠককে। চিন্তার জগতে খানিকটা নাড়া দেবে।”

আরো পড়ুন:

বইয়ের ফ্ল্যাপে লেখা রয়েছে, ‘অসমাপ্ত রাতের ছায়া। যে রাত শেষ হয় না। আমাদের মগজে-মননে ঝুলে থাকে। যে রাত বয়ে বেড়াতে হয় জীবনেও। এমনই কিছু গল্প নিয়ে সাজানো হয়েছে অসমাপ্ত রাতের ছায়া গল্পগ্রন্থটি। বইয়ের গল্পগুলোকে দুই ভাগে সাজানো হয়েছে। এখানে রয়েছে জীবনের গল্প, রয়েছে অতিপ্রাকৃত গল্প। তবে গল্পগুলো মানুষের কল্পনার জগতকে নাড়া দেয়। আশা-হতাশার মধ্যে ডুবে যেতে যেতে আশাকে আঁকড়ে ধরার প্রয়াস খুঁজে পায়। গল্পগুলো পাঠককে আনন্দ দেবে-এই প্রত্যাশা।'

প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, “আশা করি বইটি পাঠকের তৃষ্ণা মেটাবে।”

বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। দাম ২৫০ টাকা।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়