ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাহিদ সোহাগের কবিতার বই ‘চেয়ারের মুখোমুখি’

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১০:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০২৫
জাহিদ সোহাগের কবিতার বই ‘চেয়ারের মুখোমুখি’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে জাহিদ সোহাগের কবিতার বই ‘চেয়ারের মুখোমুখি’। বইটি প্রকাশ করেছে সাহিত্যপত্রিকা শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ এবছর ৩ জন তরুণ কবির পাণ্ডুলিপি নির্বাচন করে বই আকারে প্রকাশ করেছে। এগুলোর মধ্যে ‘চেয়ারের মুখোমুখি’ একটি। এটি জাহিদ সোহাগের ১২তম কবিতার বই।

বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। মূল্য ২০০ টাকা। পাওয়া যাবে বইমেলার নালন্দা, শব্দগুচ্ছ, অনুভব ও কাগজ প্রকাশনের স্টলে।

আরো পড়ুন:

শব্দগুচ্ছর সম্পাদক ও প্রকাশক কবি হাসানআল আব্দুল্লাহ বলেন, ‘‘বাংলা কবিতায় এই সময়ে যাদুবাস্তবতার যে রূপ ফুটে উঠছে তা জাহিদ সোহাগের কবিতায় স্পষ্ট। তাঁর চিত্রকল্প, উপমা, বুনন ও শব্দপ্রক্ষেপণের ধরন আলাদা।’’

জাহিদ সোহাগ বলেন, ‘‘কবিতার বই নিয়ে প্রায় কিছুই বলার থাকে না, নেইও, এবং এই বইটিও প্রায় শব্দহীন, নিরব।’’

জাহিদ সোহাগ একাধারে কবি, নাট্যকার, কথাশিল্পী ও সাংবাদিক। তার জন্ম ১৯৮৩ সালের ১০ মার্চ, মাদারীপুর জেলা সদরের কুলপদ্বী গ্রামে। তার প্রকাশিত বইয়ের তালিকায় রয়েছে- কবিতার বই: ‘আর্তনাদও এক বায়বীয় ঘোড়া’, ‘অসুখের শিরোনাম’, ‘দুপুর’, ‘ব্যক্তিগত পরিখা’, ‘ব্যাটারি-চালিত ইচ্ছা’, ‘নামহীন’, ‘অহেতু বুদ্বুদ’, ‘কয়েকটি সূর্য পেরিয়ে’, ‘রোদের ফালি তরমুজে’, ‘লুণ্ঠিত একা’, ‘প্রায় শূন্য’। নাট্যসংকলন: নিহত দিনের নাট্য; ছোটগল্প: বড়দের মাছমাংস; উপন্যাস: সে ও তার শুয়োর; শিশুতোষ: পান্তা চোরের গল্প; সম্পাদনা: তিন বাংলার শূন্যের কবিতা।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়