ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক দুর্ঘটনায় তরুণ ফুটবলার রাজিব নিহত

আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ২০ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়ক দুর্ঘটনায় তরুণ ফুটবলার রাজিব নিহত

রাজিবের বাড়িতে স্বজনদের মাতম

মাগুরা প্রতিনিধি: ‘মাঠ কাঁপানো ফুটবলার ছিল তরুণ রাজিব (১৮)। পুরো নাম রাজিবুল ইসলাম মুসল্লি। চারদিক ছড়িয়ে পড়েছিল রাজিবের নাম। ঢাকা মোহামেডানের জুনিয়র টিমে খেলতেন তিনি। জাতীয় দলে খেলা ছিল সময়ের ব্যাপার মাত্র। সড়ক দুর্ঘটনা তার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ি জেলার গোয়ালন্দে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোযাত্রী রাজিব নিহত হন। এ ঘটনায় চালকসহ আরো দুইজন মারা যান। এতে রাজিবের বন্ধু ফুটবলার বিজয় (১৮) ও বিপুল গুরুতর আহত হন। অটোরিকশায় করে তারা মানিকগঞ্জে ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছিলেন।

নিহত রাজিবের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার সদরে। তিনি ওই এলাকার তোতা মুসল্লির ছেলে।

রাজিবের মা বেবী  খাতুন বিলাপ করতে করতে বলেন, ‘আমার মনি কতো মা আর দ্ইু বছর অপেক্ষা কর। তোমাগের কোনো অভাব থাকবে না। আমি ফুটবল খেলে অনেক টাকা আয় করব। তোমাগের জন্য নতুন ঘর তুলে দেব।’

রাজিবের বাবা তোতা মুসল্লি বলেন, ‘আমার মনিরে আমি গোপনে ভালো খাবার খাওয়াতাম। ভালো না খালি খেলবি কেমনে। সারা দেশে খেলতি যাতো। খেলা হলি তারে হায়ের করে নিয়ে যেত। খেলে আমার হাতে টাকা দিতো। লোকজন কতো আপনার রাজিব বড় প্লেয়ার হবি। আমার সব শেষ হয়ে গেল।’

 

 

 


রাইজিংবিডি/মাগুরা/২০ অক্টোবর ২০১৫/আনোয়ার হোসেন শাহীন/রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়