ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে হাতিয়ার হিসেবে হকিস্টিক বিক্রির ধুম

জেলা প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ৪ নভেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে হাতিয়ার হিসেবে হকিস্টিক বিক্রির ধুম

ফাইল ফটো

জেলা প্রতিবেদক
যশোর, ৪ নভেম্বর: গত কয়েক দিনে আকস্মিকভাবে যশোর শহরে হকিস্টিক কেনা বেচার ধুম পড়েছে।

হকি খেলার এ মূল্যবান উপকরণটি এত দিন অবহেলিত থাকলেও এখন তা ব্যবহৃত হচ্ছে অন্য খেলার মাঠে। যে মাঠে খেলোয়াড় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি ও বিরোধী দলগুলোর ছত্রছায়ায় থাকা ক্যাডারদের হাতে হাতিয়ার হিসেবে পৌঁছে যাচ্ছে এ সব হকিস্টিক। গত ২৫ অক্টোবর থেকে রোববার পর্যন্ত যশোর শহরে প্রায় ১৫শ’ হকিস্টিক বিক্রি হয়েছে। যে গুলো শুধুমাত্র যশোর শহরের দোকান থেকে নয়, আমদানি করা হচ্ছে খুলনা ও ঢাকা থেকেও।

শহরের বিভিন্ন খেলার সামগ্রী বিক্রয় কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, দোকানগুলোতে পাকিস্থানি, চায়নিজ, ভারতীয় এবং দেশের তৈরি হকিস্টিক বিক্রি হয়। যার বাজার মূল্য নির্ধারণ করা হয় স্টিকের ধরন ও মানের উপর ভিত্তি করে। দেশীয় একটি হকিস্টিক বিক্রি হয় সর্বনিম্ন আড়াইশ’ থেকে সর্বোচ্চ এক হাজার টাকায়। অন্যদিকে পাকিস্থানি একটি স্টিক ৫শ’ থেকে সাড়ে ৫ হাজার টাকা, চায়নিজ একটি স্টিক আড়াইশ থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক রাজনৈতিক ব্যক্তি স্বীকার করেছেন, বাজার মূল্য বেশি হলেও রাজনৈতিক দলগুলো আসন্ন আন্দোলনের অস্ত্র হিসেবে পাইকারি দরে এ পণ্যটি কিনে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতে মজুদ করছে। যে গুলো কেনা বেচায় অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।

নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনৈতিক অঙ্গনের ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে বিশেষ হাতিয়ার হিসেবে খেলার এ উপকরণটি ব্যবহার হতে পারে বলে মনে করেন সচেতন মহল। যা দেশের জন্য বিশেষ কল্যাণকর নয় বলেও মত দেন তারা।

শহরের এইচ,এম,এম রোডের আনন্দ বিপনীর পরিচালক আজিম জানান, বর্তমানে হকিস্টিক বিক্রি ভাল। কিন্তু খেলার এ উপকরণটি রাজনৈতিক সংগঠনের কাছে বিক্রি হচ্ছে এ কথাটা সত্য নয় বলে জানান তিনি। একই কথা বলেন মেসার্স খেলাধুলা প্রতিষ্ঠানের পরিচালক সাঈদ হোসেন ও মেসার্স খেয়া এন্টার প্রাইজের স্বাত্ত্বাধিকারী মুকুল হোসেন।


রাইজিংবিডি/সাকিরুল কবীর রিটন/এলএ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়