ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ককটেল বিস্ফোরণ, অস্ত্র উদ্ধার

সেখ ইউসুফ আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১৬ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় ককটেল বিস্ফোরণ, অস্ত্র উদ্ধার

ককটেল বিস্ফোরণ (ফাইল ফটো)

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা মহানগরীর পিটিআই মোড় ও সাউথ সেন্ট্রাল রোডে শুক্রবার রাতে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে দুজন আহত হয়েছে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পিটিআই মোড়ে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে দু’পথচারী আহত হয়। এর পরপরই তিনটি মোটরসাইকেলে সন্ত্রাসীরা রামদা ও চাপাতি নিয়ে সাউথ সেন্ট্রাল রোডে মহড়া দেয়। তারা পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে চলে যায়।

 

এ ছাড়া রাতে নগরীর বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

 

অন্যদিকে, মহানগরীর রায়ের মহল এলাকা থেকে পাইপগান, গুলি ও ককটেলসহ দুজনকে গ্রেফতার করেছে আড়ংঘাটা থানা পুলিশ। দুপুর ১২ টায় তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আড়ংঘাটা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, গোপনে খবর পেয়ে আড়ংঘাটার একটি নির্মাণাধীন বাড়ি থেকে দু’যুবককে দুটি পাইপগান, ছয় রাউন্ড গুলি ও দুটি ককটেলসহ গ্রেফতার করে।

 

এ ব্যাপারে এসআই সালাউদ্দীন বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন।

 

 

রাইজিংবিডি/খুলনা/১৬ জানুয়ারি ২০১৫/সেখ ইউসুফ আলী/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়