ভালোবাসা দিবসে চিরকুমার সমিতির আহ্বান
মহিউদ্দিন মোল্লা || রাইজিংবিডি.কম
চিরকুমার সমিতির সদস্যদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা চিরকুমার সমিতি বিশ্ব ভালোবাসা দিবসে নতুন প্রজন্মকে দিবস পালনের নামে ‘অনৈতিকতা’ বন্ধের আহ্বান জানিয়েছে।
‘অনৈতিকতা’ বন্ধের দাবিতে শনিবার বিকেলে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়ে মানববন্ধন করেন চির কুমার সমিতির সদস্যরা।
সমিতির মহাসচিব ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ভালোবাসা স্বর্গীয় ও গুরুত্বপূর্ণ বিষয়। ভালোবাসার মূল্য দিতে তারা চিরকুমার রয়েছেন। কিন্তু বর্তমান প্রজন্ম বিশ্ব ভালোবাসা দিবসে কুরুচিপূর্ণ নানা অপকর্ম করে অপসংস্কৃতির বিস্তার করছে। এটা বন্ধ হওয়া দরকার।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রদীপ কুমার পাল বাবলু, সহ-সভাপতি তপন সরকার, কোষাধ্যক্ষ ডা. অঙ্কুর দত্ত, দপ্তর সম্পাদক রতন কুমার মজুমদার, কবি ফখরুল হুদা হেলাল, রিপন চৌধুরী, কালিপদ দেবনাথ, জয়দাস গুপ্ত, বাদল, রনি, আব্দুল্লাহ আল মারুফ, মুন্না, রুবেল, হাবিব, পাপন ও তারেক প্রমুখ।
কুমিল্লা চিরকুমার সমিতি অবিবাহিতদের নিয়ে গঠিত একটি সংগঠন।
রাইজিংবিডি/কুমিল্লা/১৪ ফেব্রুয়ারি ২০১৫/মহিউদ্দিন মোল্লা/বকুল
রাইজিংবিডি.কম