ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৫-১১ বছর বয়সীদের করোনার টিকাদান শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ২৫ আগস্ট ২০২২   আপডেট: ১৪:৫৩, ২৭ আগস্ট ২০২২
৫-১১ বছর বয়সীদের করোনার টিকাদান শুরু

করোনা সংক্রমণ রোধে রাজধানীতে শুরু হয়েছে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা দেওয়া। প্রাথমিকভাবে ১৪ দিন ঢাকাতে এই টিকাদান কর্মসূচি চলবে। পরবর্তীতে সারা দেশে এ কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৯টায় টিকাদান কার্যক্রম শুরু হয়। 

শিশুদের যে টিকা দেওয়া হবে সে ডোজগুলো আলাদা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। 

সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকার জন্য নিবন্ধন করতে গত জুলাই মাস থেকে প্রচার প্রচারণা চালিয়ে আসছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। এব্যাপারে তারা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বার সমন্বয় সভা করেছে। 

রাজধানী উত্তর সিটি করপোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটির আওতাধীন ১৪টি, মোট ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই টিকা দেওয়া হচ্ছে। টিকা কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের যে সব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে 
১. আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরা
২. উত্তরা গার্লস হাই স্কুল, উত্তরা
৩. পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর
৪. সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর
৫. আমতলী স্টাফ ওয়েলফেয়ার বিদ্যালয়, মহাখালী
৬. মহাখালী আবদুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭. হাজি ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর
৮. কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনানিবাস
৯. বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর
১০. বটমলি হোম বালিকা বিদ্যালয়, তেজগাঁও
১১. কুর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনানিবাস
১২. দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরা
১৩. ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরা
১৪. ডুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুলশান
১৫. সাতারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড্ডা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যেসব টিকা দেওয়া হচ্ছে
১. নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাবি
২. বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গভবন
৩. খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলগাঁও
৪. আজিমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিমপুর
৫. সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি
৬. করাতিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি
৭. মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল

এছাড়া, আগামী ২৮ আগস্ট দক্ষিণ সিটিতে যে সব কেন্দ্রে টিকা দেওয়া হবে:
১. ধানমন্ডি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানমন্ডি
২. ফকিরাপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরাপুল
৩. হাজারিবাগ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজারিবাগ
৪. হাজারিবাগ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজারিবাগ
৫. মাহুতটুলি রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি
৬. ওয়ারি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ারি
৭. খিলগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঢাকা/মেসবাহ/ইভা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়