ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৪১০

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ৪ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৭:৪২, ৪ ডিসেম্বর ২০২২
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৪১০

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী (ফাইল ফটো)

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মারা গেলেন মোট ২৫৭ জন।

অন্যদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৪৬৩ জন।

আরো পড়ুন:

রোববার (৪ ডিসেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২০৮ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০২ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮৪১ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৬২২ জন।

১ জানুয়ারি থেকে ৪ ডি‌সেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‌মোট ৫৮ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৬ হাজার ৮৯৯ জন।

মেয়া/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়