ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাক ডাকাদের ওসমানী মেডিক্যালে বিনামূল্যে অপারেশনের সুযোগ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ২৩ জানুয়ারি ২০২৩  
নাক ডাকাদের ওসমানী মেডিক্যালে বিনামূল্যে অপারেশনের সুযোগ

এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক-কান-গলা এবং  হেড-নেক সার্জারি বিভাগের  উদ্যোগে আগামী ৬ এবং ৭ ফেব্রুয়ারি সিলেটে প্রথমবারের মতো আন্তর্জাতিক স্লিপ কোর্স অ্যান্ড লাইভ সার্জারি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

দেশ বিদেশের প্রখ্যাত নাক-কান- গলা বিশেষজ্ঞ সার্জন বিশেষ করে ভারতের হায়দ্রাবাদের ডা. সম্পূর্ণা ঘোষ এবং কলকাতার ডা. সুদিপ্ত চন্দ্র ও ডা. দীপঙ্কর দত্ত নাক ডাকা এবং ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়া রোগীদের অপারেশনে অংশ নেবেন।

যেসব রোগীর ঘুমের মধ্যে নাক ডাকা এবং শ্বাস বন্ধ হওয়া সমস্যায় ভূগছেন, তাদেরকে ওসমানী হাসপাতালের নতুন বিল্ডিং এর নাক-কান-গলা বহির্বিভাগের ২য় তলায় আবাসিক সার্জন এর কক্ষ (নম্বর ২০৯)-এ যোগাযোগ এর জন্য ডা. নুরুল ইসলাম (মোবাইল- ০১৭১৯৩৭৩৫২২) সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের নাক- কান-গলা এবং হেড-নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনিলাল আইচ (মোবাইল- ০১৭১১৬১৭৭৩৫) অনুরোধ জানিয়েছেন। 

নূর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়