ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৩

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২৪  
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৩

ছবি: প্রতীকী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৩৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৮৮ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৮ হাজার ১৪৯ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্তের হার ১১ দশমিক ৪২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৫ হাজার ২২৭ জনে।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়