ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সূত্রাপুরে বাসায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৫

মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ১১ জুলাই ২০২৫  
সূত্রাপুরে বাসায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৫

ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরের কাগজীটোলার একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে বাবা-মা ও তিন সন্তানসহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ২টার দিকে সূত্রাপুরের কাগজীটোলার পাঁচতলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

পরে দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

দগ্ধরা হলেন- রিপন (৩৫) ৬০ শতাংশ দগ্ধ, চাঁদনী (২৮) ৪৫ শতাংশ দগ্ধ, তামিম (২২) ৪২ শতাংশ দগ্ধ, রোকন (১৪) ৬০ শতাংশ দগ্ধ, ও আয়েশা (১) ৬৩ শতাংশ দগ্ধ। তাদের সবাইকে বার্ন ইনস্টিটিউটের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা প্রতিবেশী সুলতান মিয়া বলেন, “আমরা রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ পাই। এরপর চেঁচামেচি কান্নাকাটি শুনতে পেয়ে কয়েকজন প্রতিবেশী মিলে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। তবে কীভাবে এ বিস্ফোরণ ঘটে সেটা আমাদের জানা নাই।”

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, সূত্রাপুর থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শিশুসহ পাঁচ জন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা/বুলবুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়