ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইরানের হামলায় ৩৪ মার্কিন সেনার মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানের হামলায় ৩৪ মার্কিন সেনার মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা

ইরাকের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ৩৪ মার্কিন সেনাকে মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৭ জনকে এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

৮ জানুয়ারি তেহরানের হামলায় কোনো মার্কিন সেনা আহত হয়নি বলে ওই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন। ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান এ হামলা চালিয়েছিল।

গত সপ্তাহে পেন্টাগন জানিয়েছিল, ইরানি হামলার পর ১১ মার্কিন সেনাকে মানসিক অস্থিরতাজনিত সমস্যার চিকিৎসা দেওয়া হয়েছে। আইন আল-আসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় কোনো মার্কিন সেনা নিহত হয় নি।  ওই সময় অধিকাংশ সেনাই বাংকারে নিরাপদ আশ্রয়ে ছিল।

এ ব্যাপারে সুইজারল্যান্ডের দাভোস অনুষ্ঠিত সম্মেলনে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সেনাদের মাথাব্যথাসহ কিছু সমস্যা দেখা দিয়েছিল বলে আমি শুনেছি। এটা বড় কোনো সমস্যা নয়’।

তিনি বলেন, ‘আমি যেসব আঘাত দেখেছি তার তুলনায় এগুলোকে গুরুতর আঘাত বলে মনে করি না’।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়