ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেনা সংখ্যা এক তৃতীয়াংশ কমাচ্ছে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৬:৩১, ১৩ জানুয়ারি ২০২৩
সেনা সংখ্যা এক তৃতীয়াংশ কমাচ্ছে শ্রীলঙ্কা

অর্থনৈতিক সঙ্কটের কারণে আগামী বছরের মধ্যে সেনা সংখ্যা এক তৃতীয়াংশ কমিয়ে এক লাখ ৩৫ হাজারে নিয়ে আসবে শ্রীলঙ্কা। এই সংখ্যা ২০৩০ সাল নাগাদ আরও কমিয়ে এক লাখ করা হবে। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে প্রেমিথা বান্দারা থেনাকুন বলেছেন, ‘সামরিক ব্যয় মূলত রাষ্ট্রীয় ব্যয় যা পরোক্ষভাবে উদ্দীপিত করে এবং জাতীয় ও মানব নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ খুলে দেয়।’

আরো পড়ুন:

সেনা সংখ্যা কমানোর বিষয়ে তিনি বলেছেন, এই পদক্ষেপের লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে ‘প্রযুক্তিগতভাবে ও কৌশলগতভাবে শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ’ প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা।

বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর আকার শীর্ষে ছিল। ওই সময় দেশটির সেনা সংখ্যা ছিল তিন লাখ ১৭ হাজার। 

কলম্বোভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভেরাইট রিসার্চের দেওয়া তথ্য অনুসারে, ২০২১  সালে শ্রীলঙ্কার মোট ব্যয়ের মধ্যে প্রতিরক্ষা খাতের অংশ ছিল জিডিপির ২ দশমিক ৩১ শতাংশ। কিন্তু  গত বছর তা ২ দশমিক শূন্য ৩ শতাংশে নেমে এসেছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়