ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অ্যাটর্নি জেনারেল হিসেবে পাম বন্ডির নাম ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ২২ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:১২, ২২ নভেম্বর ২০২৪
অ্যাটর্নি জেনারেল হিসেবে পাম বন্ডির নাম ঘোষণা ট্রাম্পের

ম্যাট গেটজের নাম প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দীর্ঘদিনের মিত্র এবং প্রবীণ প্রসিকিউটর পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।

আইনাঙ্গনে বন্ডির দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সিনেটে অভিশংসনের বিচারের সময় ট্রাম্পের আইনি দলের সদস্য ছিলেন বন্ডি। নিউইয়র্কে ট্রাম্পের মামলার সময় আদালতে উপস্থিত হয়ে তাকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন বন্ডি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘পাম প্রায় ২০ বছর প্রসিকিউটর ছিলেন, যেখানে তিনি হিংসাত্মক অপরাধীদের বিরুদ্ধে খুব কঠোর ছিলেন এবং ফ্লোরিডা পরিবারের জন্য রাস্তাগুলাকে নিরাপদ করেছিলেন।’

সিনেট মনোনয়ন নিশ্চিত করলে বন্ডি যুক্তরাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা হবেন। এর বদৌলতে তিনি বিচার বিভাগের এক লাখ ১৫ হাজারেরও বেশি কর্মচারী এবং প্রায়  চার হাজার ৫০০ কোটি ডলার বাজেটের দায়িত্বে থাকবেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়