ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাচিনের বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:২৩, ১৩ জানুয়ারি ২০২৫
কাচিনের বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১৫

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনের স্বর্ণখনি এলাকার একটি বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রবিবার (১২ জানুয়ারি) রাজ্যটির সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির (কেআইএ) মুখপাত্র কর্নেল নাও বু এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলাটি তানাইং শহরের একটি স্বর্ণখনি এলাকায় ঘটেছে। নিহতরা সকলেই বেসামরিক লোক, যাদের মধ্যে স্বর্ণখনি শ্রমিক এবং স্থানীয় দোকানদাররাও রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবি ও ভিডিও চিত্রে দেখা যায়, যেখানে হামলা হয়েছে, সেখানে একটি বড় গর্ত তৈরি হয়েছে।

খ্রিস্টান অধ্যুষিত কাচিন রাজ্যের বড় অংশই এখন কেআইএর নিয়ন্ত্রণে। বিশ্বের সবচেয়ে বড় রত্নপাথরের খনি রয়েছে সেখানে।

মিয়ানমারে ২০২১ সালে অভ্যুত্থানের পর অন্যান্য রাজ্যের মতো কাচিনেও জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই শুরু হয়।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়