ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুক্রবার বন্ধ থাকবে হিথ্রো বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ২১ মার্চ ২০২৫   আপডেট: ১১:২৩, ২১ মার্চ ২০২৫
শুক্রবার বন্ধ থাকবে হিথ্রো বিমানবন্দর

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারাদিন বন্ধ থাকবে। কারণ কাছাকাছি একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পশ্চিম লন্ডনের হেইসের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং আশেপাশের বাড়ি থেকে প্রায় ১৫০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

হিথ্রো থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে “উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট চলছে। আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য, হিথ্রো ২১ মার্চ রাত ৯ টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং আরো তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সাথে যোগাযোগ করা উচি”

হিথ্রোর একজন মুখপাত্র বলেছেন, “যদিও অগ্নিনির্বাপক কর্মীরা কাজ করছেন, বিদ্যুৎ কখন পুনরুদ্ধার করা যাবে সে সম্পর্কে আমাদের স্পষ্ট তথ্য নেই। কর্মীরা পরিস্থিতি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।”

মুখপাত্র জানান, বিমানবন্দরটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত যাত্রীদের ‘কোনোপরিস্থিতিতে’ সেখানে যাওয়া উচিত নয়।

হিথ্রো যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর। এখানে প্রতিদিন প্রায় এক হাজার ৩০০টি বিমান অবতরণ ও উড্ডয়ন করে। গত বছর রেকর্ড ৮৩ দশমিক ৯ মিলিয়ন যাত্রী এর টার্মিনাল দিয়ে যাতায়াত করেছেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়