ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ও পাকিস্তান: দার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২৬ জুলাই ২০২৫   আপডেট: ১৩:২৮, ২৬ জুলাই ২০২৫
বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ও পাকিস্তান: দার

পাকিস্তান ও যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ‘খুব কাছাকাছি’ রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার (২৫ জুলাই) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরেই তিনি এ কথা বলেন। 

শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে আটলান্টিক কাউন্সিলের একটি অনুষ্ঠানে ইসহাক দার বলেন, “আমি মনে করি আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি। আমাদের দলগুলো ওয়াশিংটনে এসেছে, আলোচনা চলছে...প্রধানমন্ত্রী একটি কমিটিকে এখনই সূক্ষ্মভাবে সমন্বয় করার দায়িত্ব দিয়েছেন।” 

তিনি আরো বলেন, “এটি মাস কিংবা সপ্তাহ নয়- কেবল কয়েক দিনের মধ্যেই হতে যাচ্ছে।”

গত এপ্রিল মাসে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অনেক দেশের বিরুদ্ধে ওয়াশিংটনের সঙ্গে অন্যায্য বাণিজ্যর অভিযোগ এনে উচ্চ শুল্ক আরোপের হুমকি দেন। এরপর যুক্তরাজ্য, জাপান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। কিছু দেশকে আগামী ১ আগস্টের মধ্যে চুক্তিতে না পৌছাঁলে উচ্চ শুল্কের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প।

শুক্রবার, রুবিও-দারের বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বলেছে, তারা তাদের আলোচনায় গুরুত্বপূর্ণ খনিজ ও খনির ক্ষেত্রে বাণিজ্য ও সম্পর্ক সম্প্রসারণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

রুবিওর এক্স পোস্টে ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়