ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আল-আকসায় ঢুকে প্রার্থনা করলেন ইসরায়েলি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ৩ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৪৫, ৩ আগস্ট ২০২৫
আল-আকসায় ঢুকে প্রার্থনা করলেন ইসরায়েলি মন্ত্রী

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রার্থনা করেছেন ইসরায়েলি কট্টর ডানপন্থী মন্ত্রী তামার বেন-গাভির। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরবসহ কয়েকটি মুসলিম দেশ।

মুসলিম কর্তৃপক্ষের সাথে কয়েক দশক ধরে চলা ‘স্থিতাবস্থা’ ব্যবস্থার অধীনে আল-আকসা প্রাঙ্গণটি জর্ডানের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। চুক্তি অনুযায়ী, ইহুদিরা সেখানে যেতে পারে কিন্তু সেখানে প্রার্থনা করতে পারে না।

টেম্পল মাউন্ট অ্যাডমিনিস্ট্রেশন নামে একটি ছোট ইহুদি সংগঠন প্রকাশিত ভিডিওতে বেন-গাভিরকে প্রাঙ্গণে হেঁটে একটি দলকে নেতৃত্ব দিতে দেখা গেছে। অনলাইনে প্রচারিত অন্যান্য ভিডিওতে তাকে আল-আকসায় প্রার্থনা করতে দেখা গেছে। ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত এই প্রাঙ্গণ পরিদর্শনটি তিশা বাভের দিনে হয়েছিল, যা শতাব্দী আগে এই স্থানে অবস্থিত দুটি প্রাচীন ইহুদি মন্দির ধ্বংসের শোক দিবস।

রয়টার্স জানিয়েছে, আল-আকসা পরিদর্শনের সময় বেন গাভিরের সঙ্গে অন্তত এক হাজার ৫০ জন ইহুদি ছিল।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি সরকার নিশ্চিত করে যে এই ধরনের আচরণ এই অঞ্চলে সংঘাতকে আরও বাড়িয়ে তোলে।”

বেন-গাভির এর আগেও আন্তর্জাতিক নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল-আকসায় প্রবেশ করেছিলেন।
 
রবিবার তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি গাজা যুদ্ধে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বিজয় এবং সেখানে জঙ্গিদের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করেছেন। তিনি ইসরায়েলকে পুরো ছিটমহলটি দখল করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়