ঢাকা     সোমবার   ১৭ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মারা গেছেন প্রথম এভারেস্ট বিজয়ী দলের শেষ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ১৬ অক্টোবর ২০২৫  
মারা গেছেন প্রথম এভারেস্ট বিজয়ী দলের শেষ সদস্য

প্রথম এভারেস্ট বিজয়ী দলের শেষ সদস্য কাঞ্চা শেরপা ৯২ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে কাঠমান্ডু জেলার কাপানে তার বাড়িতে কাঞ্চা মারা যান বলে জানিয়েছে নেপাল পর্বতারোহণ সমিতির সভাপতি ফুর গেলজে শেরপা।

ফুর গেলজে বলেছেন, “তিনি তার বাসভবনে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। পর্বতারোহণের ইতিহাসের একটি অধ্যায় তার সাথেই বিলীন হয়ে গেলো।”

সোমবার কাঞ্চা শেরপার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

১৯৫৩ সালের ২৯ মে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং তার শেরপা গাইড তেনজিং নোরগেকে ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু এভারেস্টের চূড়ায় ওঠা দলের ৩৫ সদস্যের মধ্যে কাঞ্চা ছিলেন। হিলারি এবং তেনজিংয়ের সাথে চূড়ায় পৌঁছানোর আগে এভারেস্টের শেষ ক্যাম্পে পৌঁছা তিনজন শেরপার একজন ছিলেন কাঞ্চা। তেনজিং ১৯৮৬ সালে মারা যান; হিলারি ২০০৮ সালে মারা যান।

১৯৩৩ সালে মাউন্ট এভারেস্টের প্রবেশদ্বার নামচে বাজারে জন্মগ্রহণকারী কাঞ্চা ১৯ বছর বয়সে পর্বতারোহণ শুরু করেন। তিনি ৫০ বছর বয়স পর্যন্ত পর্বত অভিযানের ক্ষেত্রে সক্রিয় ছিলেন।

২০২৪ সালের মার্চ মাসে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে, তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ভীড় এবং ময়লা-আবর্জনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেছিলেন, “পর্বতের জন্য পর্বতারোহীদের সংখ্যা কমানোই ভালো হবে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়