ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ২৫ অক্টোবর ২০২৫  
আবারো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কমলা হ্যারিস

সাবেক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানিয়েছেন, তিনি আবারো হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। শনিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

যুক্তরাজ্যে তার প্রথম সাক্ষাৎকারে হ্যারিস জানিয়েছেন, তিনি ‘সম্ভবত’ একদিন প্রেসিডেন্ট হবেন এবং ভবিষ্যতে হোয়াইট হাউসে একজন নারী থাকবেন বলে তিনি আত্মবিশ্বাসী।

গত বছর ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান হ্যারিস। সম্প্রতি মার্কিন কিছু জরিপে জানানো হয়েছে,  ২০২৮ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী হতে পারবেন না হ্যরিস। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারিস ওই জরিপ প্রতিবেদনগুলোকে প্রত্যাখ্যান করেছেন।

সাক্ষাৎকারে হ্যারিস বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘অত্যাচারী’ বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন যে প্রচারণার সময় তার সম্পর্কে তিনি যে সতর্কবাণী দিয়েছিলেন তা সঠিক প্রমাণিত হয়েছে।

বিবিসির সাক্ষাৎকারে হ্যারিস হোয়াইট হাউসে আবারো প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রকাশ করে বলেছেন, তার নাতনিরা ‘তাদের জীবদ্দশায়, অবশ্যই’ একজন মহিলা প্রেসিডেন্টের দেখা পাবেন।

তিনি প্রার্থী হবেন কিনা জানতে চাইলে হ্যারিস বলেন, ‘সম্ভবত।’

সাবেক ভাইস প্রেসিডেন্ট জানান, তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে জোর দিয়ে বলেছেন যে তিনি এখনও রাজনীতিতে নিজেকে ভবিষ্যৎ হিসেবে দেখেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়