ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কানাডার ওপর শুল্ক ১০ শতাংশ বাড়ালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ২৬ অক্টোবর ২০২৫   আপডেট: ২১:১৫, ২৬ অক্টোবর ২০২৫
কানাডার ওপর শুল্ক ১০ শতাংশ বাড়ালেন ট্রাম্প

কানাডার উপর মার্কিন শুল্ক ১০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার একটি অঙ্গরাজ্যের অর্থায়নে থৈরি করা শুল্কবিরোধী বিজ্ঞাপনের প্রতিশোধ নিতে এই শুল্ক আরোপ করেছেন তিনি। রবিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

চলতি মাসে কানাডার অন্টারিও প্রদেশের সরকারের অর্থায়ন করা শুল্কবিরোধী বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য ব্যবহার করা হয়েছে। ১৯৮৭ সালের ওই বক্তৃতায় রিগ্যান বলেছিলেন, “বাণিজ্যিক বাধা প্রতিটি আমেরিকান কর্মীকে আঘাত করে।” এই বিজ্ঞাপনের জের ধরে ট্রাম্প গত সপ্তাহে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছিলেন।

শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন, “তথ্যের গুরুতর ভুল উপস্থাপন এবং শত্রুতামূলক আচরণের কারণে, আমি কানাডার উপর শুল্ক ১০ শতাংশ বৃদ্ধি করছি।”

বিজ্ঞাপনটিকে ‘প্রতারণা’ বলে অভিযুক্ত করে ট্রাম্প বলেছেন,  এর ‘একমাত্র উদ্দেশ্য’ হল ‘কানাডার আশা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাদের শুল্ক উদ্ধার করবে’  যা তারা বছরের পর বছর ধরে ‘মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্থ করার জন্য ব্যবহার করে আসছে।’

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “এখন মার্কিন যুক্তরাষ্ট্র অতি- অহংকারী কানাডিয়ান শুল্কের (এবং বিশ্বের অন্যান্য দেশগুলোরও!) বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে সক্ষম।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়