ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১৫:১২, ১৩ নভেম্বর ২০২৫
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর ফের নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা মেহের।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন বিমান (ইউএভি) উৎপাদনকে সহায়তা দেওয়া একাধিক ক্রয় নেটওয়ার্কে জড়িত ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরো পড়ুন:

ওএফএসির দাবি, এই নেটওয়ার্কের সদস্যরা বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ, উপকরণ এবং প্রযুক্তি সংগ্রহ করে ইরানের প্রতিরক্ষা শিল্পে সরবরাহ করছিলেন। ফলে এই পদক্ষেপের উদ্দেশ্য হলো ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধির সেই আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলকে ভেঙে দেওয়া।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনে অবস্থিত। অর্থাৎ, ইরানের প্রতিরক্ষা প্রকল্পে সহায়তা করার জন্য একটি বিস্তৃত আন্তর্জাতিক বাণিজ্য নেটওয়ার্ক কাজ করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ করা হবে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো সংস্থা বা ব্যক্তি তাদের সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবে না।

ওয়াশিংটনের এই অভিযোগ ও নিষেধাজ্ঞার জবাবে তেহরান দৃঢ় প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলেছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে এবং তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রকৃতির।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়