ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনের হামলা: নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রপ্তানি বন্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১১:১২, ১৫ নভেম্বর ২০২৫
ইউক্রেনের হামলা: নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রপ্তানি বন্ধ করল রাশিয়া

ইউক্রেনের ড্রোন হামলার পর কৃষ্ণ সাগরের নভোরো-সিয়েস্ক বন্দর থেকে তেল রপ্তানি সাময়িকভাবে স্থগিত করেছে রাশিয়া। দৈনিক বৈশ্বিক তেল সরবরাহের ২ শতাংশ আসে এই বন্দর থেকে।

শনিবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল রপ্তানিকারক অবকাঠামোর ওপর এটিই ইউক্রেনের সবচেয়ে বড় হামলা। মস্কোর যুদ্ধের অর্থায়ন সক্ষমতা কমানোর লক্ষ্যে আগস্ট থেকে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী।

এই হামলার পর সরবরাহ সংকটের আশঙ্কায় বৈশ্বিক তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। 

ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, তাদের বাহিনী ‘রাশিয়ান সামরিক ও অর্থনৈতিক সম্ভাবনা হ্রাস করার প্রচেষ্টার অংশ হিসাবে’ নভোরো-সিয়েস্কে আক্রমণে নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন ধরনের স্ট্রাইক ড্রোন ব্যবহার করেছে।

ইউক্রেন আরো জানিয়েছে যে, তারা শুক্রবার (১৪ নভেম্বর) রাশিয়ার সারাতোভ অঞ্চলে একটি তেল শোধনাগার এবং নিকটবর্তী এঙ্গেলস-এ একটি জ্বালানি সংরক্ষণাগারে পৃথকভাবে হামলা চালিয়েছে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের হামলায় নভোরো-সিয়েস্কে একটি ডক করা জাহাজ, অ্যাপার্টমেন্ট ভবন এবং একটি তেল ডিপোও ক্ষতিগ্রস্ত হয়েছে, জাহাজের তিনজন ক্রু সদস্য আহত হয়েছেন।

এদিকে ‍শুক্রবার রাশিয়াও ইউক্রেনের ওপর ব্যাপক হামলা চালিয়েছে। এর ফলে রাজধানী কিয়েভের অনেক জেলায় আগুন লেগেছে এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার হামলায় নিহত বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৩৪ জন।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়