ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিগ টিকিটে ৮৩ লাখ টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:৫৪, ৮ ডিসেম্বর ২০২৫
বিগ টিকিটে ৮৩ লাখ টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের আজমানে কর্মরত এক বাংলাদেশি কাঠমিস্ত্রি মোহাম্মদ মহিন বিগ টিকিটে তার প্রথম প্রচেষ্টাতেই বাজিমাত করে জিতে নিলেন আড়াই লাখ দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৮৩ লাখ ৩০ হাজার টাকা।

রবিবার (৭ ডিসেম্বর) আবুধাবি গ্রান্ড প্রিক্স (এফ১ আবুধাবি জিপি) চলাকালীন ‘বিগ টিকিট’-এর ফর্মুলা ওয়ান চালক-ভিত্তিক একটি গেম খেলে প্রবাসী বাংলাদেশি মহিন এই বিশাল অঙ্কের পুরস্কারটি জেতেন। 

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই জয়কে মহিনের জন্য আরো উল্লেখযোগ্য করে তুলেছে কারণ এটি ছিল ‘বিগ টিকিট’-এ তার প্রথমবার ভাগ্য পরীক্ষা করা। 

রবিবার মহিনসহ নির্বাচিত কয়েকজনকে বিগ টিকিটের আয়োজনে ইয়াস মারিনা সার্কিটে বিশেষ ইয়টে আমন্ত্রণ জানানো হয়। সেখানে অংশগ্রহণকারীদের বলা হয়, মৌসুমের ফাইনাল ফর্মুলা ওয়ান রেসে প্রতিযোগিতা করা চালকদের মধ্যে একজনের নাম বেছে নিতে।

বিগ টিকিটের দল পরে পাঁচটি ফিনিশিং অবস্থান (৩, ৬, ১০, ১৩, এবং ১৮) নির্ধারণ করে দেয়। মহিনের এলোমেলোভাবে বেছে নেওয়া রেসিং বুলসের চালক লিয়াম লসন ১৮তম স্থানে রেস শেষ করেন, যা ছিল পুরস্কারের জন্য নির্ধারিত একটি অবস্থান। আর এতেই ৩০ বছর বয়সী এই প্রবাসী বাংলাদেশি জিতে নেন আড়াই লাখ দিরহাম।

মহিন জানান, তিনি এই টিকিটটি কিনেছিলেন আরও ৭২ জনের সঙ্গে মিলে। তাই পুরস্কারের টাকা সবার মধ্যে ভাগ করে নেওয়া হবে। গালফ নিউজের সঙ্গে ইয়াস মারিনা সার্কিটে বিগ টিকিটের ইয়াটে আলাপকালে তিনি আবেগঘন কণ্ঠে বলেন,  “আমি কখনো ভাবিনি জিতব। গত ১০ বছর ধরে গ্রান্ড প্রিক্স অনুসরণ করি। এবার প্রথমবার বিগ টিকিট কিনলাম, আর প্রথম চেষ্টাতেই জিতে গেলাম।”

মহিন জানান, এই জয় তাকে তার ভাগ্য চেষ্টা চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, “আমি বিগ টিকিট কেনা চালিয়ে যাব। ইয়াস মেরিনা সার্কিটে উপভোগ করছি, ফর্মুলা ওয়ান রেস দেখছি, এগুলো এমন অভিজ্ঞতা যা আমি স্বপ্নেও ভাবিনি।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়