ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণপিটুনিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৮ ডিসেম্বর ২০২৫  
গণপিটুনিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে মোশারফ হোসেন (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার (৮ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোশারফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন নামো রাজরামপুর হাজি পাড়ার মৃত দুরুল হুদার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে মোশারফ তার দুই সহযোগীসহ সদর উপজেলার ইসলামপুর এলাকার একটি বাড়িতে চুরি করতে যান। এ সময় তিনি স্থানীয় লোকজনের কাছে ধরা পড়েন। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। মারধরের পর অজ্ঞাত ব্যক্তিরা তাকে দ্বিতীয় মহানন্দা সেতু-সংলগ্ন এলাকার একটি আমবাগানে ফেলে যান। পরে জাতীয় জরুরি সেবার নম্বরে (৯৯৯) খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মোশারফকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম বলেছেন, গণপিটুনিতে একজন মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ঢাকা/শিয়াম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়